-67d64d4d8f0a3.jpg)
সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রোববার (১৬ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে, মার্চ মাসে বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলাসমূহের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
শনিবার (১৫ মার্চ) তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ১৫ থেকে ১৬ মার্চ সিলেট, ময়মনসিংহ (নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা) ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। পরবর্তী ২০ থেকে ২৩ মার্চ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
তিনি আরও জানান, ২৮ থেকে ৩১ মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাসমূহের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এসআইবি/এমবি