রেলের অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৫:৪৭
-67d7efc286167.jpg)
আগামী রোববারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিকরা।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর রেলভবনে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারের এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম আন্দোলনরত টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন আগামী রোববারের মধ্যে পরিশোধের আশ্বাস দেন।
তিনি বলেন, ইন্টিগ্রেটিড বাজেট অ্যান্ড একাউন্টিং সিস্টেম (আইবাস) সংক্রান্ত জটিলতার কারণে রেলওয়ের টিএলআর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা ছিলো। সে সমস্যা সমাধানে অর্থবিভাগ ও মন্ত্রণালয় পর্যায়ে অভ্যন্তরীণ কার্যক্রম চলমান রয়েছে। আশা করা হচ্ছে, আগামী রোববারের মধ্যে টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন তাদের ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে।
আগামী এপ্রিল মাস থেকে তাদের বেতন প্রতিমাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করা সম্ভব হবে বলেও তিনি জানান। তার এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে টিএলআর শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে রোববারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে পুনরায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান শ্রমিকরা।
এনএমএম/বিএইচ