Logo

জাতীয়

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাইফুল ও জুয়েল

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৬:০৩

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাইফুল ও জুয়েল

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। সাধারণ সম্পাদক হয়েছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে বিশেষ সভায় নতুন এই কমিটি গঠন করা হয়।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কর ক্যাডারের মানসুর আলী। সদস্য ছিলেন সিনিয়র সহকারী সচিব আবিদুর রহমান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।

পরবর্তীতে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মো. আজিজুর রহমান, যিনি বর্তমানে পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবনির্বাচিত দুই সদস্যের কমিটি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এমএমআই/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর