‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠা করল সরকার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৯:৫৫
-680f88bd88d09.jpg)
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করিল।
এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ডিআর/বিএইচ