Logo

জাতীয়

কারাগারে অনিয়ম : ৭ মাসে চাকরিচ্যুত ১২, ২৬০ জনের নামে মামলা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৪:০৫

কারাগারে অনিয়ম : ৭ মাসে চাকরিচ্যুত ১২, ২৬০ জনের নামে মামলা

কারাগারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ কারা অধিদপ্তর। গত সাত মাসে ১২ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে, ২৬০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে এবং ৮৫ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে কারাগারে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অধিদপ্তর।

সোমবার (১০ মার্চ) কারা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা অনিয়মকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছি। যাদের বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ছাড়া কারাগারের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হটলাইন চালু, ডিজিটাল ভিজিটর ম্যানেজমেন্ট, comprehensive বন্দি ম্যানেজমেন্ট সফটওয়ার এবং সৌর বিদ্যুৎ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে।

মহাপরিদর্শক আরও বলেন, ‘কারাগারের ধারণক্ষমতার অতিরিক্ত বন্দির অবস্থান একটি বড় সমস্যা। সিলেট কেন্দ্রীয় কারাগার-২ চালু করা হয়েছে। কেরানীগঞ্জে নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ ছাড়া কারাগারে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের প্রক্রিয়াও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বর্তমান প্রশাসন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ‘জনবল সংকট দূরীকরণ, সৎ কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন এবং প্রশিক্ষণ নীতিমালার প্রণয়ন’ অন্তর্ভুক্ত রয়েছে।

  • এনএমএম/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কারাগার অনিয়ম দুর্নীতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর