Logo

জাতীয়

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদর দপ্তরের হটলাইন চালু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৬:২৪

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদর দপ্তরের হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্তা, যৌন হয়রানির বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে হটলাইন সেবা চালু করেছে পুলিশ সদর দপ্তর। দেশের যেকোনো স্থানে ঘটা ঘটনার অভিযোগ দেওয়া যাবে এ হটলাইন নম্বরে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হটলাইন নম্বরসমূহ হলো : ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এগুলো দিবারাত্রি ২৪ ঘণ্টা চালু থাকবে।

এ ছাড়াও সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ পূর্বের মতই চালু রয়েছে বলেও জানান তিনি। 

সাগর বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

  • এনএমএম/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নারী নির্যাতন ইভটিজিং হটলাইন পুলিশ সদর দপ্তর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর