Logo

জাতীয়

প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ পদ্ধতির সুপারিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৩:০৯

প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ পদ্ধতির সুপারিশ

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতি চালুর সুপারিশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (১১ মার্চ) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, ‘প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকর নয়। এ কারণে ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতি নিয়ে আলোচনা করা হচ্ছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে প্রবাসীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হলে প্রক্সি ভোটে যেতে হবে। এটি বেশ কিছু দেশে প্রচলিত। প্রক্সি ভোটই একমাত্র পদ্ধতি যার মাধ্যমে রিয়েল টাইমে ভোট নেওয়া সম্ভব একজন প্রবাসীর।’

ইসি বলেন, ‘১৫ এপ্রিলের মধ্যে বলতে পারব কতদিন সময় লাগবে এই সিস্টেম ডেভেলপ করতে। চূড়ান্তভাবে সবাই রাজি হলে বর্তমান আইনের পরিবর্তন করতে হবে।’

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি নিয়ে আগ্রহ না থাকলেও অনলাইন ভোটিং পদ্ধতি পরীক্ষার পরিকল্পনা ছিল। তবে এবার প্রক্সি ভোটিং পদ্ধতি কার্যকর করা যায় কি না, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।

সোমবার প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি উইংসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে নির্বাচন কমিশনে প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

  • ডিআর/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রবাসী ভোটার প্রক্সি ভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর