শিক্ষকদের দাবি আদায়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৪:২৮

শিক্ষা ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণ, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, ঈদের পূর্বেই শতভাগ উৎসব ভাতা প্রদান এবং ই.ইফ.টি সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। একই সময়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে তারা।
বুধবার (১২ মার্চ) সকাল থেকে জাতীয় প্রেসক্লাব গেটে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিটিএ সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহম্মেদ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন। কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের শিক্ষকরা।
এ সময় বক্তারা শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার পাশাপাশি উৎসব ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা বৃদ্ধির দাবি জানান।
বিটিএনেতা জুনায়েল আহমেদ বলেন, ‘শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য রয়েছে, তা প্রধান উপদেষ্টা যেন দূর করেন। একইসাথে আমাদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা বৃদ্ধি করতে হবে।’
সংগঠনের আরেক নেতা আব্দুল কাদের বলেন, ‘শতবর্ষের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি। অথচ এই শিক্ষকরাই বৈষম্যের চূড়ান্ত শিকার। তৎকালীন আওয়ামী লীগ সরকার আমাদের আশ্বাস দিয়েও এই দাবি পূরণ না করে আরও বৈষম্য করেছে। আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, তবে আমরা তীব্র আন্দোলনে যাব।’
জেসি/এটিআর