এপেক্স গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে ডিসিসিআই’র শোক

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৫:১৭

দেশের চামড়া ও আধুনিক পাদুকা শিল্পের অন্যতম পথিকৃত, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা এবং এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর ইন্তেকালে শোক প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বুধবার (১২ মার্চ) এক শোকবার্তায় সংগঠনের সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
তারা বলেন, সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে ব্যবসায়ী মহলে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
এর আগে এদিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।
সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের চামড়া ও পাদুকা শিল্পের বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন। তার হাত ধরেই বিশ্বের বিভিন্ন দেশে দেশীয় তৈরি চামড়াজাত পণ্য ও পাদুকা রপ্তানির কার্যক্রম শুরু হয়, যা বাংলাদেশের এই খাতকে আন্তর্জাতিক পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করেছে।
মরহুমের জানাজা বৃহস্পতিবার (১৩ মার্চ) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এএইচএস/এটিআর