Logo

জাতীয়

সালমান এফ রহমানসহ ৩ জনকে নতুন মামলায় গ্রেপ্তার

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৫:২৮

সালমান এফ রহমানসহ ৩ জনকে নতুন মামলায় গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১২ মার্চ) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাদের গ্রেপ্তার দেখান।

এদিন সকালে আসামিদের আদালতে উপস্থিত করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

এর মধ্যে ভাটারা থানার এক হত্যা মামলায় সালমান এফ রহমান ও আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে তেজগাঁও থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সচিব মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেএন/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত সালমান এফ রহমান মেয়র আতিকুল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর