Logo

জাতীয়

হজ প্রস্তুতি নিয়ে ধর্ম উপদেষ্টার প্রেস ব্রিফিং আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:০১

হজ প্রস্তুতি নিয়ে ধর্ম উপদেষ্টার প্রেস ব্রিফিং আজ

হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি বিষয়ে আজ (মঙ্গলবার) দুপুরে প্রেস ব্রিফিং করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৫১৫ নম্বর কক্ষে ব্রিফিং শুরু হবে।

ব্রিফিংয়ে এবারের হজ কার্যক্রম, ব্যবস্থাপনা ও যাত্রীদের জন্য গৃহীত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এইচকে/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর