মিছিল ফেরত মানুষদের মাঝে ফ্রি-তে শরবত বিতরণ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:৩১
-67fa4f1e9fc08.jpg)
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শেষে রাজধানীসহ আশপাশের অঞ্চল থেকে হেঁটে ফেরার সময় পথচারী ও মিছিলফেরত মানুষদের মাঝে ফ্রিতে শরবত বিতরণ করেছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় বাসিন্দারা।
গরম ও ক্লান্তিকর পদযাত্রায় অংশ নিয়ে ফেরার পথে ক্লান্ত হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে গুলিস্তান, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, মালিবাগসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এই উদ্যোগ নেওয়া হয়।
এক স্বেচ্ছাসেবী বলেন, ‘এই প্রচণ্ড রোদের মধ্যে যেভাবে মানুষ গাজার মানুষের জন্য রাস্তায় নেমেছে, তাদের জন্য কিছু করতে পারাটাই আমাদের কাছে সম্মানের।’
ছবিতে দেখা গেছে, বড় বড় বালতিতে লেবু ও ট্যাং শরবত তৈরি করে গ্লাসে গ্লাসে পরিবেশন করছেন অসংখ্য তরুণ। অনেক জায়গায় শিশুরাও অংশ নিচ্ছে এই উদ্যোগে।
একজন মিছিলফেরত অংশগ্রহণকারী বলেন, তীব্র গরমে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই এক গ্লাস শরবত খেয়ে অনেক শান্তি পেয়েছি। এমন উদ্যোগ মানুষকে আরও উৎসাহিত করে।
এ ধরনের উদারতা ও সহানুভূতির দৃশ্য রাজধানীর রাস্তায় বিরল হলেও আজ যেন তা এক মানবিক উদযাপন হয়ে উঠেছে।
এই ঘটনাটি প্রমাণ করে দিয়েছে—প্রতিবাদের ভাষা যতই জোরালো হোক না কেন, মানবতার হাত সব সময় এগিয়ে থাকে আরও একধাপ।
এফএটি/বিএইচ