Logo

জাতীয়

গাজা নিয়ে আরব দেশগুলোর নীরবতা, যা বললেন আনু মুহাম্মদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:০০

গাজা নিয়ে আরব দেশগুলোর নীরবতা, যা বললেন আনু মুহাম্মদ

জাতিসংঘও একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অভিযোগ করে বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘জাতিসংঘের ওপর যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব নিরঙ্কুশ।’

তিনি বলেন, ‘আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার সুযোগে, মার্কিন সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনে গণহত্যা অব্যাহত রাখতে পারছে জায়নবাদী খুনি ইসরায়েলি প্রশাসন। আজকে মার্কিন সাম্রাজ্যবাদের এক হাত যদি হয় ইসরায়েল, তাহলে তার আরেক হাত আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবকে।’

এই অধ্যাপক বলেন, ‘ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে অনেক দূর থেকে ব্রাজিল-ভেনেজুয়েলা যে প্রতিবাদ জানাচ্ছে, তার একাংশও আরব দেশগুলো থেকে পাওয়া যাচ্ছে না। উত্তর আমেরিকা ইউরোপে সরকারগুলো ইসরাইলের পক্ষে কাজ করলেও সেখানে তার বিরুদ্ধে শ্রেণি-ধর্ম-জাতি-লিঙ্গ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় প্রতিবাদ জানায়। আর আরব দেশগুলোতে এরকম প্রতিবাদের অধিকারই নাই জনগণের।’  

আনু মুহাম্মদ বলেন, ‘জাতিসংঘও একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, কারণ তার ওপর যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব নিরঙ্কুশ। এই সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থা দুর্বল না হলে, তার পতন না হলে, বিশ্বের কোনো মানুষ, কোনো অঞ্চল নিরাপদ নয়, তার সম্পদ নিরাপদ নয়, তার জীবন নিরাপদ নয়। তারই একটা বহিঃপ্রকাশ আমরা ফিলিস্তিনে দেখতে পাচ্ছি। এর বিরুদ্ধে দেশে দেশে প্রতিরোধ হলেই কেবল তার শক্তি দুর্বল হবে।’ 

তিনি আরও বলেন, ‘সকল জাতি-ধর্মের নিপীড়িত মানুষের, দুনিয়ার মজলুমের, ঐক্যবদ্ধ ভূমিকা ছাড়া এই দখল হত্যাকাণ্ড থেকে বাঁচা যাবে না। সেই চেষ্টাই আমাদের দেশে বিদেশে করতে হবে। আর সাম্রাজ্যবাদকে কখনো বিশ্বাস করা যাবে না, সাম্রাজ্যবাদকে কখনো ছাড় দেওয়া যাবে না, সাম্রাজ্যবাদের ওপর কখনো ভরসা করা যাবে না।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর