Logo

জাতীয়

বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু খালাস

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৪:১৮

বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু খালাস

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে খালাস দিয়েছেন আদালত। রোববার (১৩ এপ্রিল) ঢাকার বিশেষ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমদ আলী সালাম। এদিন স্ত্রীসহ আদালতে উপস্থিত ছিলেন মোসাদ্দেক হোসেন ফালু। রায়ের পর তিনি হাসিখুশি মেজাজে নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ করেন। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি।

এর আগে, ২০০৭ সালের ৮ জুলাই মতিঝিল থানায় দুদকের তৎকালীন কর্মকর্তা রহিমা ফালুর বিরুদ্ধে মামলা করেন। ২০১৮ সালের ২৭আগস্ট মামলাটির অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিলেও সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ আদালত এ রায় দেন।

মামলার অভিযোগে বলা হয়, দুদকের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পেয়ে ২০০৭ সালের ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন ফালু। তদন্তে তার আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পায় দুদক।

জেএন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর