Logo

জাতীয়

নিবন্ধন চেয়ে ইসিতে ৫ দলের আবেদন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৭:২৮

নিবন্ধন চেয়ে ইসিতে ৫ দলের আবেদন

নির্বাচন কমিশন (ইসি) নতুন দল নিবন্ধনের জন্য জারি করা গণবিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে পাঁচটি রাজনৈতিক দল আবেদন করেছে।

রোববার (১৩ এপ্রিল) ইসির নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

দলগুলো হলো- আওয়ামী লীগ, আমজনতার দল, নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট ও গণতান্ত্রিক নাগরিক শক্তি।

আলোচনায় থাকা নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো আবেদন করেনি। দলটির পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময় বাড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২০ এপ্রিল নতুন দল নিবন্ধনের আবেদন কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। তবে সম্প্রতি ইসি জানিয়েছে, ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করে সার্বিক বিষয় বিবেচনা করে কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে।

এসআইবি/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর