-67fc77d3d54d2.jpg)
বাংলা নববর্ষ-১৪৩২ বরণে আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের প্রতীক হিসেবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাবয়ব। ছবি : বাংলাদেশের খবর
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে বাংলা নববর্ষ-১৪৩২ বরণে আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের প্রতীক হিসেবে ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার’ মুখাবয়ব ঘিরে মানুষের কৌতূহল দেখা গেছে।‘
সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার জন্য রাখা সাতটি মোটিফের মধ্যে ফ্যাসিস্ট মুখাবয়ব ঘিরে মানুষের বাড়তি আগ্রহ দেখা যায়। ফ্যাসিস্ট মুখাবয়ব ঘিরে কেউ ছবি তুলছেন আবার কেউ ভিডিও করে রাখছেন।
আনন্দ শোভাযাত্রায় আসা শাকিল আহমেদ বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার এমন পরিণতি ধার্য ছিল। তার দুঃশাসনের সময়ে মানুষ কথা বলতে পারেনি। অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট হাসিনা।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা ফ্যাসিস্ট মুখাবয়ব দুই দিন আগে গভীর রাতে পুড়িয়ে দেয়া হয়। তারপর ককশিটের মাধ্যমে নতুন করে আবারও ফ্যাসিস্ট মুখাবয়ব তৈরি করা হয়।
এসআইবি/এমআই