-67fcb86070fd3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে উদযাপিত বাংলা নববর্ষ-১৪৩২-এর আনন্দ শোভাযাত্রায় স্থান পেয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ বিভিন্ন মোটিফ।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় দেখা যায় জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন মোটিফ।
বিশেষ করে জুলাই আন্দোলনের সময় পানি বিতরণের সময় গুলিতে শহীদ হওয়া মীর মুগ্ধের "পানি লাগবে পানি" মোটিফ স্থান পেয়েছে।
একই সাথে "৩৬ জুলাই " নামে আরও একটি মোটিফ স্থান পেয়েছে।
শোভাযাত্রায় আসা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের হাতে জুলাই আন্দোলনের বিভিন্ন স্লোগান সম্বলিত পেস্টুন শোভা পেয়েছে।
এছাড়াও 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে উদযাপিত এবারের নববর্ষের শোভাযাত্রায় ফ্যাসিস্ট হাসিনার মুখাবয়ব বিশেষ নজর কেড়েছে।
এসআইবি/এমআই