Logo

জাতীয়

সারাদেশে আনন্দ শোভাযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার অঙ্গীকার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:২২

সারাদেশে আনন্দ শোভাযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার অঙ্গীকার

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’- প্রতিপাদ্যে সারাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। সোমবার (১৪ এপ্রিল) ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নতুন বছরকে স্বাগত জানানো হয়। এ উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন আয়োজন ছিল। শোভাযাত্রা থেকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ফরিদপুর : বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘বর্ষবরণ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ‌সকাল ‌৮টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক ‌কামরুল হাসান মোল্লার নেতৃত্বে এ শোভাযাত্রা হয়।

শোভাযাত্রাটি ‌শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‌অম্বিকা ময়দানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াছিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহরাব হোসেন প্রমুখ। ফরিদপুর প্রতিনিধি

নরসিংদী : বৈশাখী শোভাযাত্রা, জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় র‌্যালিতে অংশ নেয় জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

দিনটি উপলক্ষে রয়েছে, বৈশাখী মেলা, লোকজ সংস্কৃতি প্রদর্শনী, দেশীয় খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নরসিংদী প্রতিনিধি

মানিকগঞ্জ : ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’- স্লোগানে মানিকগঞ্জ জেলা প্রসাশনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও আনন্দ দৌড় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে নানা বয়সের মানুষের জন্য আয়োজন করা হয় আনন্দ দৌড় প্রতিযোগিতা। বেউথা মোড় থেকে শুরু হয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে আনন্দ দৌড় শেষ হয়।

এতে জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠনের কর্মকর্তাসহ নানা বয়সী মানুষ অংশ নেন। পরবর্তীতে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। মানিকগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জ : সুনামগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা। পরে এসো হে বৈশাখ সমবেত কণ্ঠে গেয়েছেন সবাই।

এরপর আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির পাশে নতুন শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা, সাপের খেলা এবং কুস্তি খেলা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহ : সারাদেশের মতো ঝিনাইদহেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেন স্থানীয়রা। 

সকাল ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেন এই শোভাযাত্রায়। এতে অংশ নেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদসহ সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। 

শোভাযাত্রা শেষে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়। ঝিনাইদহ প্রতিনিধি

নওগাঁ : বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে নওগাঁয় নতুন বছরকে বরণ করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় শহরের এটিএম মাঠ থেকে ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ স্লোগানে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। 

আনন্দ শোভাযাত্রাটি শুরু হওয়ার আগে সকাল থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে চিরচেনা গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে নতুন বছরকে স্বাগত জানাতে রঙিন পোশাকে শহরের এটিএম মাঠে এসে জড়ো হন সাধারণ মানুষ। পরে তাদের উপস্থিতিতে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।

শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি, মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেস্টুন, মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে। নওগাঁ প্রতিনিধি

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর