Logo

জাতীয়

আজ থেকে সমুদ্রে ৫৮ দিন মাছ ধরা নিষেধ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:৫৮

আজ থেকে সমুদ্রে ৫৮ দিন মাছ ধরা নিষেধ

বঙ্গোপসাগরে আজ (১৫ এপ্রিল) থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন যেকোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর  হয়েছে।

এ সময় জেলেদেরকে ৭৮ কেজি করে চাল দেবে সরকার। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছেন।

এ নিষেধাজ্ঞা চলাকালীন সমুদ্রে কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাষ্কফোর্স তাদের টহল কার্যক্রম পরিচালনা করবে।

ডিআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর