স্ত্রীসহ স্বাস্থ্য অধিদফতরের সেই মালেকের কারাদণ্ড

আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৭:২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক আব্দুল মালেককে পাঁচ বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাশাপাশি উভয়কে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।
এদিন রায়ের সময় কারাগারে থাকা মালেককে আদালতে হাজির করা হয় এবং জামিনে থাকা নার্গিস বেগম স্বেচ্ছায় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা জারি করে তাদের কারাগারে পাঠানো হয়।
দুদকের প্রসিকিউটর আসাদুজ্জামান রানা জানান, রায়ে আসামিদের এক কোটি ১০ লাখ ৯৩ হাজার ৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০২২ সালের ১১ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
এর আগে, চলতি বছরের ২৩ মার্চ একই আদালত পৃথক একটি দুর্নীতি মামলায় আব্দুল মালেককে দুই ধারায় ১৩ বছরের কারাদণ্ড দেন। এছাড়া ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনে দায়ের করা আরেক মামলায় তাকে দুই ধারায় ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
জেএন/এমআই