Logo

জাতীয়

সাবেক দুই এমপি-আইজিপি-ওসি রিমান্ডে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৮:০০

সাবেক দুই এমপি-আইজিপি-ওসি রিমান্ডে

প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনায় পৃথক তিন মামলায় দেশের সাবেক দুই সংসদ সদস্য, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এবং এক সাবেক ওসির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ রিমান্ডের আদেশ দেন।

৩ দিনের রিমান্ডে সাবেক এমপি জ্যাকব
রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় হোটেলকর্মী রোহানকে হত্যাচেষ্টার মামলায় ভোলা-৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানির পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৫ দিনের রিমান্ডে সাবেক এমপি নবী নেওয়াজ
রমনা এলাকায় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজকে পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। গত ১১ এপ্রিল তাকে গ্রেপ্তার করে সিআইডি। তিনি ওই মামলায় ১৭০ নম্বর আসামি।

সাবেক আইজিপি ও ওসি রিমান্ডে
যাত্রাবাড়ীতে শাওন তালুকদার গুলিতে নিহত হওয়ার মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের এবং যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ আবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়, তবে আদালত চারজনেরই বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংস ঘটনায় লিজা আক্তার ও শাওন তালুকদারসহ কয়েকজন নিহত হন। এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় উচ্চপর্যায়ের রাজনৈতিক ও পুলিশ কর্মকর্তাদের নাম উঠে আসে।

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর