Logo

জাতীয়

আইন উপদেষ্টা

আলোচনায় সন্তুষ্ট বিএনপি, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে

Icon

ইএউএনবি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৯:১৬

আলোচনায় সন্তুষ্ট বিএনপি, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে ইতোপূর্বে উল্লেখিত সময়সীমার মধ্যে ‘যত দ্রুত সম্ভব’ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে বুধবার (১৬ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের অর্থ এই নয় যে, তারা ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করবেন বা ক্ষমতায় থাকার জন্য ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করার চেষ্টা করছেন।

তিনি বলেন, বিষয়টি মোটেও এমন নয় যে, তারা অহেতুক এক মাস বা দুই মাস ক্ষমতায় থাকতে চান।

জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকারের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ২০২৬ সালের জুনের পর আর যাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি, কে কী বলুক না কেন। প্রধান উপদেষ্টা বারবার জাতির উদ্দেশে এ কথা বলেছেন। এটাই অবস্থান।’ সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘আমরা বিএনপির প্রতিনিধি দলকে বিষয়গুলো বুঝিয়ে বলেছি। বিএনপি বরাবরই সংস্কারপন্থী রাজনৈতিক দল। ড. আসিফ নজরুল বলেন, ‘মনে হচ্ছে বিএনপি সংস্কারের ব্যাপারে খুবই আন্তরিক।’

আসিফ নজরুল বলেন, বিএনপি শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বসবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করা হবে। সংস্কারের ব্যাপারে বিএনপি খুবই আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্র জারি হলে তা নির্বাচন ত্বরান্বিত করতে ভূমিকা রাখতে পারে।’

তিনি বলেন, বিএনপি খোলামেলা কথা বলেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেছে বলে উল্লেখ করেছে। উপদেষ্টা বলেন, ‘আমরা তাদের উদাহরণ দিয়েছি যে, অনেক সিদ্ধান্ত তাদের পক্ষে গেছে।’

তিনি বলেন, ‘তারা (বিএনপি নেতারা) বলেছেন, বিএনপি গত ১৫ বছর ধরে নির্যাতিত। আমরা সম্মান দেখিয়েছি। তারা বলেছে, বিএনপি একটি সংস্কারপন্থী দল, আমরা এতে একমত হয়েছি।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা মোটেও সন্তুষ্ট নন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিয়েছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও অবনতি হবে এবং নিয়ন্ত্রণে আনা খুব কঠিন হবে।

বিএনপির প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অবশ্যই বিএনপি মহাসচিবের এ কথা বলার অধিকার আছে, কারণ আলোচনা থেকে ভিন্ন ভিন্ন ব্যক্তি বিষয়টিকে ভিন্নভাবে দেখে। ‘আমাদের কাছে মনে হয়েছে যে, তারা খুশি এবং তারা তাদের প্রশ্নের উত্তর পেয়েছেন।’

সম্ভাব্য নির্বাচন পেছানোর কারণে বিএনপির আশঙ্কার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সতর্ক থাকায় ভয় পাওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, সরকার বিএনপির মতামতকে অত্যন্ত সম্মানের সঙ্গে বিবেচনায় নিয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ছিলেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আদিলুর রহমান খান ও ড. আসিফ নজরুল।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

ডিআর/বিএইচ


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর