Logo

জাতীয়

ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে বিব্রত প্রকৃত মুক্তিযোদ্ধারা : ফারুক-ই-আজম

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৫০

ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে বিব্রত প্রকৃত মুক্তিযোদ্ধারা : ফারুক-ই-আজম

ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা প্রতিনিয়ত বিব্রত হচ্ছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. কর্নেল (অব.) ফারুক-ই-আজম বীর প্রতীক। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিচ্ছেন, তারা জাতির গৌরবের জায়গাটাকে কলুষিত করছেন। বিষয়টি দুঃখজনক।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিব নগর স্মৃতি কম্প্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ফারুক-ই-আজম জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে প্রায় ২৭০০টি রিট মামলা দায়ের হয়েছে, যা আদালতে বিচারাধীন। ‘সবগুলো মামলাই প্রায় একই ধরণের হওয়ায় আমরা চাচ্ছি একসাথে রায় পেতে। আদালতের রায়ের পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’— বলেন ফারুক-ই-আজম।

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ৫ আগস্টের পর বিভিন্ন ক্ষয়ক্ষতির প্রসঙ্গে তিনি বলেন, স্মৃতি কমপ্লেক্সের ক্ষয়ক্ষতির বিষয়ে সরেজমিনে দেখা হয়েছে। যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার আলোকে পুনর্নির্মাণ করা হবে। কোনো কিছুই আরোপ করা হবে না, সত্যিকারের ইতিহাস মুছে ফেলা যাবে না।

আকতারুজ্জামান/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর