Logo

জাতীয়

প্রধান উপদেষ্টা

স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির দিকে স্থিরভাবে এগিয়ে যাচ্ছি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৯:২১

স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির দিকে স্থিরভাবে এগিয়ে যাচ্ছি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অর্থনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।  

সোমবার (২১ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ ইএসসিএপি‘র ৮১তম অধিবেশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসতে দেখেছি। বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে এবং আমরা স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির দিকে স্থিরভাবে এগিয়ে যাচ্ছি।’

ড. ইউনূস বলেন, ‘২০২৪ সালের ৮ আগস্ট ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। আমরা পূর্ববর্তী স্বৈরাচারী শাসনের রেখে যাওয়া একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি। সেখান থেকে ঘুরে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সংস্কার ও নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে।’ 

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা উদ্যোগের ফলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতির হার ৯ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ চার দিনের একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে, যেখানে ৫০টি দেশের ৪০০ জনের বেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেছেন। এতে আমাদের প্রতি আন্তর্জাতিক আস্থা ও আগ্রহের পরিচয় মেলে।’

অর্থনৈতিক পুনরুদ্ধার ও উন্নয়নের এই ধারা ধরে রাখার জন্য তিনি আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সহযোগিতা কামনা করেন। 

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু অর্থনৈতিক পুনরুদ্ধার নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক, সামাজিকভাবে ন্যায়সংগত ও পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলা।’

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর