
বিশ্ব ধরিত্রী দিবস আজ (২২ এপ্রিল)। ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি।
প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষার অঙ্গীকারে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিই দিবসটির মূল লক্ষ্য।
পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সাল থেকে প্রতিবছর ২২ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে। পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে বিশ্বকে টিকিয়ে রাখাই দিবসটির একমাত্র লক্ষ্য।
বর্তমানে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, বন উজাড়, অতিরিক্ত কার্বন নিঃসরণ এবং প্লাস্টিক দূষণ বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। গবেষণা বলছে, প্রতি বছর প্রায় ১ লাখ সামুদ্রিক প্রাণী শুধু প্লাস্টিক দূষণের কারণে মারা যাচ্ছে। আশঙ্কার কথা হলো, ২০৫০ সালে সাগরে মাছের চেয়ে বেশি থাকবে প্লাস্টিক।
বাংলাদেশ ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করে বিশ্বে প্রথম দেশ হিসেবে উদাহরণ স্থাপন করলেও এখনো ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে লাগাম টানতে পারেনি। উপকূলীয় এলাকায় সীমিত প্রয়োগ থাকলেও সচেতনতার অভাব এবং আইন প্রয়োগের দুর্বলতার কারণে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার থামছে না।
প্রতিদিন দেশের ভেতর দিয়ে ৭৩ হাজার টনের বেশি প্লাস্টিক বর্জ্য সাগরে গিয়ে পড়ছে, যা বৈশ্বিকভাবে পঞ্চম অবস্থানে রয়েছে।
বিশ্ব ধরিত্রী দিবসে তাই অঙ্গীকার হোক, পরিবেশ রক্ষায় প্রতিটি মানুষ হবে দায়িত্বশীল।
এমজে