Logo

জাতীয়

‘সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পোড়ার তথ্য সঠিক নয়’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৩:৩০

‘সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পোড়ার তথ্য সঠিক নয়’

বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ‘সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে গেছে’ বলে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সঠিক নয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মুহাম্মদ তালেবুর রহমান (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) এ তথ্য জানান।

মঙ্গলবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানান ডিএমপির এই কর্মকর্তা।

এর আগে, গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে থাকা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথিপত্রের অধিকাংশ পুড়ে যাওয়ার খবর প্রচার হয়। ওই সব খবরে বলা হয়, ‘নথি পোড়ার বিষয়টি হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (২২ এপ্রিল) এক হাইকোর্ট বেঞ্চে এ কথা জানায় রাষ্ট্রপক্ষ। এদিন সাগর রুনি হত্যা মামলার তদন্ত কমিটিকে তদন্তের জন্য আরও ৬ মাসের সময় দিয়েছেন হাইকোর্ট।’

কিন্তু নথি পোড়ার তথ্যটি সঠিক নয় বলে জানায় ডিএমপি। ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে নথিপত্র পোড়েনি বলে দাবি করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। ঘটনার সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর