Logo

জাতীয়

বিএনপির প্রতি জনগণের আস্থা নষ্ট হতে দেব না : তারেক রহমান

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২১:৫০

বিএনপির প্রতি জনগণের আস্থা নষ্ট হতে দেব না : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : বাংলাদেশের খবর

বিএনপির প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস কোনোভাবেই নষ্ট হতে দেব না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি’ বিষয়ক গাইবান্ধায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি বলেন, ‘আমরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব। দেশের ৭০ ভাগ ভালো কাজ বিএনপির সরকারের শাসনামলে হয়েছে। বিএনপির প্রতি জনগণের আস্থা বা বিশ্বাসকে কোনোভাবেই নষ্ট হতে দেব না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন আরও বলেন, ‘গত ১৫ বছরে হাজার হাজার মানুষ গুম, খুন ও হত্যার শিকার হয়েছে। দলের ঝান্ডাকে ধরে রাখার জন্য দিনের পর দিন তারা বহু অত্যাচার সহ্য করেছেন। বছরের পর বছর জেলে ও আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। কারণ তাদের দলের প্রতি ভালোবাসা ছিল।’

গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়াম গ্রাউন্ডে কর্মশালায় গাইবান্ধা জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের সভাপতিও সম্পাদকরা অংশগ্রহণ করেন। 

জাতীয় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা কেন্দ্রীয় কমিটি আয়োজিত গাইবান্ধা বিএনপির সভাপতিত্ব করেন ডা. ময়নুল হাসান সাদিক। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু কর্মশালায় উদ্ধোধনী বক্তব্য দেন। 

আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর মোর্শেদ হাসান খান, চট্টগ্রাম বিভাগের দায়িত্বে নিয়োজিত বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, মিডিয়া সেলের সদস্য ফারহানা শারমিন পুতুল, বিএনপি নেতা আব্দুস সাত্তার পাটোয়ারী, ফজলুর রহমান খোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ । 

আতিকুর রহমান/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর