Logo

জাতীয়

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

Icon

বাংলাদেশের ‍প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০০:৪৪

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য জহিরুল হক ভূঁইয়া রোববার (২৭ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ ঘোষণা দেন।

ঘোষণার পর দীর্ঘ ৮০ ঘণ্টা ধরে ঢাবির রাজু ভাস্কর্যে অনশনরত তিন শিক্ষার্থী তাদের অনশন প্রত্যাহার করে নিয়েছেন।  

তাদের ডাবের পানি খাইয়ে অনশন ভঙ্গ করান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও পিএসসির সদস্য জহিরুল ইসলামসহ অন্যান্যরা।

তবে অনশন প্রত্যাহার করে নিলেও আট দফা দাবিতে এই চাকরিপ্রার্থী আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি পালন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে পিএসসির সংস্কার, প্রশ্নফাঁসের তদন্ত, ভাইভা ও লিখিত পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসসহ আট দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন।

তাদের দাবির মধ্যে ছিল ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র নতুন করে তৈরি করা, ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করে তারপর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া, কমিশনে বসিয়ে খাতা দেখানোর ব্যবস্থা করা ও কমিশনের সদস্য সংখ্যা বৃদ্ধি করা।

পিএসসি সদস্য জহিরুল হক ভূঁইয়া জানান, ৮ মে থেকে ১৯ মে পর্যন্ত নির্ধারিত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

তিনি বলেন, প্রশ্নফাঁসের বিষয়ে সিআইডিতে মামলা তদন্তাধীন রয়েছে এবং পিএসসি সর্বাত্মক সহযোগিতা করছে। 

তিনি আরও উল্লেখ করেন, পিএসসি সংস্কারের দাবিগুলো কমিশনেরও দাবি এবং সেগুলো পূরণে কাজ করা হবে।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। চাকরিপ্রার্থীরা তাদের দাবির বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ডিআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর