জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:১০

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে গণঅধিকার পরিষদ। সোমবার (২৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সূচনা বক্তব্য দেন। তিনি বলেন, ‘লক্ষ্য একটাই—৫৩ বছর ধরে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ ধারণ করে আসছে, তা যেন বাস্তবে রূপ পায়। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমরা আলোচনা করছি।’
তিনি আরও বলেন, ‘শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন, মতামত বা সুপারিশ যথেষ্ট নয়। সব রাজনৈতিক শক্তির ঐক্য ও জনগণের চর্চার মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে হবে। এ জন্য কেবল কথায় নয়, কাজে, চর্চায় এবং প্রতিশ্রুতিতে এগিয়ে যেতে হবে।’
আলী রিয়াজ আরও উল্লেখ করেন, ‘টেবিলেই আলোচনা শেষ হবে বলে আমরা মনে করি না। রাজপথে, চর্চায়, ঐক্যে এবং সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ গঠনের প্রয়াস চালাতে হবে, যাতে দেশের ক্ষমতার বিন্যাসে পরিবর্তন আসে এবং বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে।’
এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আজকের এই আলোচনা আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন অধ্যায়ের সূচনা করবে। নবীন রাজনৈতিক দল হিসেবে আমাদের ধারাবাহিক সংগ্রামের একটি ইতিহাস রয়েছে। আমরা চাই, ব্যক্তি, দল বা গোষ্ঠীর চেয়ে দেশ ও জাতিকে অগ্রাধিকার দেওয়া হোক।’
তিনি আরও বলেন, ‘সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোতে যে ঐকমত্য আসবে, সেগুলো যেকোনো মূল্যে বর্তমান সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যতে যেন কোনো শাসক জনগণের ওপর নিপীড়ন চালাতে বা নাগরিকদের ঝুঁকির মুখে ফেলতে না পারে, সে জন্য একটি কার্যকর সংস্কার প্রয়োজন।’
জেসি/এমজে