Logo

জাতীয়

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর নতুন ভিডিও পাওয়ার দাবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৩:০১

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর নতুন ভিডিও পাওয়ার দাবি

গত সেপ্টেম্বরে ছড়িয়ে পড়া ভিডিওর স্ক্রিনশট।

বাংলাদেশের আশুলিয়ায় গত বছরের গণ-অভ্যুত্থানকালে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় মরদেহ পোড়ানোর নতুন একটি ভিডিও পাওয়ার দাবি করেছেন তদন্তকারী কর্মকর্তারা। 

ভিডিওটি যাচাই-বাছাই শেষে আগামী ২৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম।

সোমবার (২৮ এপ্রিল) সকালে তিনি সাংবাদিকদের জানান, ভিডিওটি তদন্তের অংশ হিসেবে প্রাপ্ত হয়েছে। তা আদালতে উপস্থাপন করা হবে। 

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়া বাইপাইল এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়, যেখানে কয়েকজন নিহত হন বলে জানা যায়।

গত সেপ্টেম্বর মাসে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে পুলিশের ভেস্ট ও হেলমেট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় একটি ভ্যানে যুবকের মরদেহ তুলতে দেখা যায়। 

এবার, ওই ঘটনার দ্বিতীয় ভিডিও পাওয়ার দাবি করা হলো তদন্তকারীদের পক্ষ থেকে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর