Logo

জাতীয়

সংস্কৃতি উপদেষ্টা

ইরেশের বিরুদ্ধে হত্যা মামলা ‘অস্বস্তিকর’, স্বাধীনতার অপব্যবহার হচ্ছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৫

ইরেশের বিরুদ্ধে হত্যা মামলা ‘অস্বস্তিকর’, স্বাধীনতার অপব্যবহার হচ্ছে

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনাকে ‘অস্বস্তিকর’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, মামলা করার স্বাধীনতাকে কেউ কেউ অপব্যবহার করছে।

সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অভিনেতা ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটা সরকার করেনি। পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত করে সত্য উদঘাটন করবে।’

মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, ‘এখন আমরা স্বাধীনতা পেয়েছি। মামলা করার স্বাধীনতাও আছে। সেই স্বাধীনতাকে কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি, পুলিশ সঠিক তদন্ত করবে এবং সত্যের পক্ষে থাকবে।’

এর আগে গত ২০ এপ্রিল জুলাই অভ্যুত্থানে নিহত বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণের হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চার শতাধিক ব্যক্তিকে আসামি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান। 

আদালত অভিযোগটি মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। ওই মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি অভিনেতা ইরেশ যাকেরের নামও অন্তর্ভুক্ত করা হয়। 

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর