Logo

জাতীয়

প্রবাসীদের ভোট নিয়ে অংশীজনদের সঙ্গে ইসির সেমিনার আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৫

প্রবাসীদের ভোট নিয়ে অংশীজনদের সঙ্গে ইসির সেমিনার আজ

প্রবাসীদের ভোট দেওয়ার সম্ভাব্য পদ্ধতি-পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং নিয়ে অংশীজনদের সঙ্গে ইসির সেমিনার আজ ( মঙ্গলবার, ২৯ এপ্রিল)। সেমিনারে এসব পদ্ধতির স্বচ্ছতা, ধরন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জসহ নানা বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হবে।

আজ সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে হবে এ সেমিনার। সেখানে রাজনৈতিক দল, সংবাদমাধ্যমের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ প্রায় ১০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনারও সেমিনারে উপস্থিত থাকবেন।

ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নিরাপদ ভোটিং সিস্টেমের সম্ভাব্যতা যাচাই, উন্নয়ন এবং উন্নত করার বিষয়ে আলোচনা করতে এ সেমিনার আয়োজন করেছে ইসি সচিবালয়।

এর আগে নির্বাচন কমিশন গত ৮ এপ্রিল প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালা করে।

  • এসআইবি/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর