Logo

জাতীয়

উৎসবকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত : ড. মোহাম্মদ আজম

Icon

জবি প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৪:৩৬

উৎসবকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত : ড. মোহাম্মদ আজম

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেছেন, কেবল বাংলা নববর্ষই নয়, যেকোনো উৎসবকে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে রাখা জরুরি। তিনি বলেন, রাজনীতির সঙ্গে রাষ্ট্র ও সমাজের সম্পর্ক সঠিকভাবে গড়ে উঠলে কোনো উৎসবই নেতিবাচকভাবে প্রভাবিত হয় না।

বুধবার (২৯ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ‘ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি)’-এর ‘বাংলা নববর্ষ : ইতিহাস, সংস্কৃতি ও উত্তরাধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, মানুষের দৈনন্দিন জীবনে সাংস্কৃতিক চিন্তা-চেতনার যে স্বকীয়তা রয়েছে, তা অক্ষুণ্ন রাখাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। বুদ্ধিবৃত্তিক ও সচেতন উদ্যোগের মাধ্যমে ঐতিহ্যকে টিকিয়ে রাখা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, বাংলা নববর্ষের প্রতি জনগণের গভীর অনুরাগ রয়েছে। তাই এ উৎসবকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত।

জেএন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর