Logo

জাতীয়

রূপপুর পারমানিক প্রকল্পে দুর্নীতি

রেহেনা-শফিকসহ ৮ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২০:৫৪

রেহেনা-শফিকসহ ৮ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকসহ প্রচ্ছায়া লিমিটেডের ৮ পরিচালকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন-শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তরিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক, কন্যা বুশরা সিদ্দিক ও নওরিন তাসমিয়া সিদ্দিক, সেনাবাহিনী থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান, তার স্ত্রী ফারজানা আনজুম এবং তাদের দুই কন্যা শেহতাজ মুন্নাসী খান ও পারিজা পাইনাজ খান।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, রূপপুর পারমাণবিক প্রকল্পের নামে প্রায় ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি তদন্ত চলমান রয়েছে। এই অভিযোগ তদন্তে ৭ সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা যদি দেশ ত্যাগ করেন, তবে তদন্ত কাজে বিঘ্ন সৃষ্টি হবে এবং গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র পাওয়া অসম্ভব হয়ে পড়বে। এ কারণে তাদের বিদেশ যাত্রা রোধে আদালতের অনুমোদন অনুযায়ী বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর