মিয়ানমারে ভূমিকম্পে সহায়তায় নিয়োজিত চিকিৎসাদলকে সংবর্ধনা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২১:৩৭

ছবি : বাংলাদেশের খবর
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় নিয়োজিত চিকিৎসা দলকে সংবর্ধনা দেয়া হয়েছে ।
মঙ্গলবার ( ২৯ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদলের উদ্দেশ্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম উদ্দেশ্য বলেন, মানবতার ধর্মই পরম ধর্ম। এ ধরনের প্রতিকূল পরিস্থিতিতে আপনারা যেভাবে চিকিৎসা সেবা দিয়েছেন সেটা প্রশংসনীয়। আপনাদের এই প্রশংসনীয় কাজের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আপনাদের নিকট কৃতজ্ঞ।
বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত এ চিকিৎসকদল ১ এপ্রিল হতে ১৫ এপ্রিল পর্যন্ত মিয়ানমারে ভূমিকম্পে আহত এক হাজার ২০০ বেশি অধিক রোগীকে সেবা দিয়েছেন এবং ২০০ জন রোগীর উপর সার্জারি করেছেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআইবি/এমআই