Logo

জাতীয়

মানুষের পাশে দাঁড়ানো সরকারের বড় দায়িত্ব : প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৩:০৮

মানুষের পাশে দাঁড়ানো সরকারের বড় দায়িত্ব : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

‘মানুষের পাশে দাঁড়ানোই সরকারের বড় দায়িত্ব’—এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, সরকারের লক্ষ্য শুধু উন্নয়ন নয়, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করাও বড় দায়িত্বের অংশ।

বুধবার (৩০ এপ্রিল) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় ঘরহারা ৩০০টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।

২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ে। তাদের জন্য বিশেষ আবাসন প্রকল্পের আওতায় দুর্যোগ সহনীয় ৩০০টি ঘর নির্মাণ করে সরকার।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি ছোট একটি প্রকল্প, মাত্র তিনশ ঘর, কিন্তু এর মধ্য দিয়ে সঠিকভাবে কাজ করার একটি মডেল দাঁড় করানো হয়েছে।’

উপকারভোগী নির্বাচনে গৃহহীনতা, দারিদ্র্য, পেশা ও স্থানীয় অগ্রাধিকার বিবেচনায় নেওয়া হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে সশস্ত্র বাহিনী, এলজিইডি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা হয়।

প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, রান্নাঘর, টয়লেট, বারান্দা ও কমন স্পেস। ঘরের আয়তন ৪৯২ থেকে ৫০০ বর্গফুট পর্যন্ত। ব্যয় হয়েছে ঘরপ্রতি প্রায় সাড়ে ৭ লাখ টাকা।

প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। অর্থ এসেছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে। ঘর নির্মাণের কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পেলে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।’

তিনি জানান, ভূমি সংক্রান্ত জটিলতায় ২টি ঘরের নির্মাণ কাজ বাকি রয়েছে, দ্রুতই সেগুলোর কাজ সম্পন্ন হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম, মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এবং সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

উপকারভোগী চারজন ব্যক্তি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তাঁদের অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক মো. মনিরুল ইসলাম পাটোয়ারী।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর