Logo

জাতীয়

রমনা বটমূলে বোমা হামলার রায় ৮ মে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৩:৪১

রমনা বটমূলে বোমা হামলার রায় ৮ মে

ছবি : সংগৃহীত

রমনা বটমূলে বাংলা নববর্ষের সকালে ছায়ানটের আয়োজনে চালানো বর্বরোচিত বোমা হামলার মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৮ মে।

বুধবার (৩০ এপ্রিল) হাইকোর্টের একটি বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

২০০১ সালের ১৪ এপ্রিল, পহেলা বৈশাখের সকালে ঢাকার রমনা বটমূলে হাজারো মানুষের উপস্থিতিতে ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

ঘটনার দিনই রমনা থানায় পুলিশ দুটি মামলা দায়ের করে—একটি হত্যা মামলা এবং অপরটি বিস্ফোরক দ্রব্য আইনে।

পরে তদন্তে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি)-র কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়।

এই মামলায় দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার পর অবশেষে প্রায় ২৪ বছর পর হাইকোর্টে রায় ঘোষণার দিন নির্ধারিত হলো।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর