
সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ মে) তিনি এই সফরে রওনা হন বলে জানিয়েছে আইএসপিআর।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাপ্রধান আগামী ৫ মে দেশে ফিরে আসবেন।
- ডিআর/এটিআর