-6815ac439fafa.jpg)
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম জামিয়া দারুল মাআরিফ-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও বিখ্যাত আরবি সাহিত্যিক আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১২টার পর (৩ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে নদভীর বয়স ছিল ৮৬ বছর।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন দারুল মাআরিফের উস্তাদ মাওলানা মাহমুদ মুজিব। তিনি জানান, নদভী (রহ.)-এর জানাজার নামাজ শনিবার (৩ মে) বিকেল ৪টায় চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
গত ১৮ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে আল্লামা নদভীকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। এরপর থেকে বেশ কয়েকবার তাকে আইসিইউতে রাখা হয়েছে।
প্রখ্যাত এই আলেমের মৃত্যু একটি যুগের অবসান বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে মাহফুজ লিখেছেন, ‘আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল একটা যুগের অবসান। আমাদের কৈশোরে ও তারুণ্যে আরবি ভাষা ও সাহিত্য নিয়ে আবুল হাসান আলী নদভীর সাথে সাথে উনাকেও অনুসরণীয় মনে করতাম।’
‘উনি আলি মিয়া থেকে জ্ঞানের স্বাদ (যওক) পেয়েছেন এবং সে স্বাদ সফলভাবে এদেশে বিতরণ করে গেছেন। আল্লাহ তার কবরকে আলোকিত করুন।’
প্রসঙ্গত, ইন্তেকালের আগে সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগ বাংলাদেশ শাখার প্রধান ছিলেন। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্যঅবদানের জন্য বিশ্বজুড়ে তার ব্যাপক পরিচিতি রয়েছে।
কিংবদন্তি এই আলেমের ইন্তেকালে দেশের আলেমসমাজে শোকের ছায়া নেমেছে। তার জন্য শোক জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।
ডিআর/এটিআর