Logo

জাতীয়

আল্লামা আকরাম আলী

নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে বাতিল করেই ছাড়ব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৫:৫০

নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে বাতিল করেই ছাড়ব

হেফাজতে ইসলাম ফরিদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আকরাম আলী বলেছেন, এখন ঘাম ঝরছে, এই ঘামই একদিন শহীদের রক্তে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা শাহাদাত বরণের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছি। বর্তমান সরকারকে আমরা আরেকটি বৈষম্য আন্দোলন দেখাতে চাই। উনি ছাত্রদের বৈষম্য আন্দোলন দেখেছেন, কিন্তু এই দেশের তৈৗহিদী জনতার বৈষম্য আন্দোলন এখনো দেখেননি।

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে তিনি একথা বলেন। বক্তব্যে আল্লামা আকরাম আলী আরও বলেন, আমরা এই আন্দোলনের মাধ্যমে ইসলাম কায়েম করেই ছাড়ব, ইনশাআল্লাহ। নারী প্রতিবেদন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আল্লাহ যেন আমাদের সেই তাওফিক দান করেন—আমিন।

হেফাজতের সমাবেশটি সকাল ৯টার পর শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। ফজরের নামাজের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হেফাজতের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। সকাল ৭টার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়। 

হেফাজতের চার দফা দাবির মধ্যে রয়েছে-
নারী বিষয়ক সংস্কার কমিশন ও প্রতিবেদন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, হেফাজত নেতাদের বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহার এবং ভারত-ফিলিস্তিনে মুসলিম নিপীড়ন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর