Logo

জাতীয়

দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নেই : সিইসি

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:২৭

দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নেই : সিইসি

ছবি : বাংলাদেশের খবর

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নেই। আমরা যতদিন আছি, অন্তত ততদিন সেই সুযোগ আসবে না। মৃত্যুর আগে ১৮ কোটি মানুষের দায় নিয়ে মরতে চাই না। যা করব, সহি নিয়তে, সঠিকভাবে, আইন মেনে, বিবেকের সায় নিয়ে, নিরপেক্ষভাবে করব এবং করে যাচ্ছি। ব্যক্তিকে খুশি করার জন্য আমরা কাজ করছি না।

সোমবার (০৫ মে) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের সভাকক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, যেখানে রাজনৈতিক বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। সংস্কার কমিশনের যেসব সুপারিশে রাজনৈতিক বিষয় আছে সেগুলো আমরা অত্যন্ত সচেতনভাবে এগিয়ে চলার চেষ্টা করি। এজন্য আমাদের উপর অনেকের মন খারাপ আছে। সংস্কার কমিশনের সুপারিশ না মানার কারণে অনেকেই আমাদের দায়ী করতে চায়।

তিনি আরও বলেন, কারও দ্বারা প্রভাবিত না হয়ে সম্পূর্ণ আইনকানুন মেনে নির্বাচন পরিচালনা করবেন বলে অফিসাররা ওয়াদা করেছেন। অতীতের কোনো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেটিই আমার লক্ষ্য। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

পরে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা করেন সিইসি নাসির উদ্দিন।

ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলামের সভাপতিত্বে সভায় সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ অংশ নেন।

নাজমুস সাকিব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর