ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে : আসিফ নজরুল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৭:৪৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ইতালিসহ ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধি করতে বাংলাদেশ ব্যাপক উদ্যোগ গ্রহণ করছে। ইতোমধ্যে পর্তুগাল ও অস্ট্রিয়াসহ ইউরোপের ছয়টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।
মঙ্গলবার (৬ মে) ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন ও মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে সমঝোতাটিতে সই করেন ড. আসিফ নজরুল এবং ইতালির পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।
ড. আসিফ নজরুল বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বৈধ পথে মাইগ্রেশন বৃদ্ধি করা। ইতালি থেকে যারা যাচ্ছেন তারা যেন নিরাপদভাবে যেতে পারেন এবং ভালো পারিশ্রমিক পান, সে জন্য আমরা কাজ করছি।’ তিনি জানান, ইতালি সিজনাল ও নন সিজনাল কর্মী নেবে এবং বাংলাদেশ এই প্রক্রিয়ার অংশ হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কর্মীরা ইতালির ভাষা শিখতে পারবেন এবং ইতালির সঙ্গে সহযোগিতার মাধ্যমে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।’
উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা ইতালির সরকারের সাথে আলোচনা করেছি যাতে বাংলাদেশের নাগরিকরা ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ পড়েন এবং বাংলাদেশি ছাত্রদের ভিসা প্রক্রিয়া সহজ হয়।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কোটা বাড়ানোর বিষয়টি ইতালি চিন্তা করছে এবং অবৈধ অভিবাসন বন্ধে একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেন, ‘বাংলাদেশ-ইতালি সম্পর্ক দীর্ঘদিনের। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে।’
ড. আসিফ নজরুল সৌদি আরব সফরের বিষয়েও আলোচনা করেন। তিনি জানান, সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী নারী কর্মীদের বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এছাড়া, জর্ডানে কর্মরত অবৈধ নারী কর্মীদের জন্য বৈধ হওয়ার সুযোগও সৃষ্টি হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূইয়া এই সমঝোতা স্মারককে ইতালিতে বাংলাদেশিদের কর্মসংস্থানে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
ডিআর/এমএইচএস