মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা আপোসহীন : সারজিস

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:১০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি : সংগৃহীত
মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা আপোসহীন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বুধবার (৭ মে) তিনি তার ফেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে মন্তব্য করেন।
তিনি লেখেন, মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ এবং আপোষহীন।
ওই পোস্টে দেওয়ান মুহাম্মদ শামীম নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, যুদ্ধ শুরু করেছে ভারত-পাকিস্তান। ইউনূস সরকারের উপদেষ্টারা ও দলীয় লোকজন হঠাৎ ফেসবুক ভর্তি করছে- “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হোন।”
কিন্তু প্রশ্ন হচ্ছে- আমরা কি পাকিস্তান? কাশ্মীর ইস্যু দিয়ে আমাদের সার্বভৌমত্ব হুমকিতে থাকবে কেন? ভারত-পাকিস্তানের দ্বন্দ্বে আমাদের সার্বভৌমত্বের কি হলো?
আমাদের সার্বভৌমত্বের হুমকি আসছে মায়ানমার দিক থেকে। রাখাইন রাজ্যের উত্তেজনা, রোহিঙ্গা সংকট, সীমান্তে গোলাবর্ষণ, আর বঙ্গোপসাগরে নজর দেওয়া হলে দেখা যাবে সেন্টমার্টিন-পার্বত্য চট্টগ্রাম সবচেয়ে নাজুক, জায়গাগুলো ক্রমশ চাপের মুখে।
ঐদিকে নজর দেন…
মুহাম্মদ শেখ সাদী নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, আপাতত এটা ছাড়া উপায় নেই। বাংলাদেশকে যেকোনো কিছুর মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে ভারতীয়রা যুদ্ধের ভয়ে যেন বাংলাদেশে ঢুকতে না পারে সেটার দিকে কড়া নজর রাখতে হবে।
ডিআর/এমআই