Logo

জাতীয়

সৌদি গেল আরও ২২৪৮ হজযাত্রী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ২০:৪২

সৌদি গেল আরও ২২৪৮ হজযাত্রী

হজের উদ্দেশে আরও ২ হাজার ২৪৮ জন সৌদি আরব যাত্রা করেছেন। বুধবার (০৭ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে রওনা হয়েছেন ১ হাজার ৪৪৬ জন ও সৌদি এয়ারলাইন্সে ৮০২ জন হজযাত্রী।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) মো. লোকমান হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যায়। এর আগে ২৭ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হজ কার্যক্রমের উদ্বোধন ও হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

হজযাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য এবং উন্নত সেবা প্রদান করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করেছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়া একটি অ্যাপও তৈরি করা হয়েছে। যার মাধ্যমে হজযাত্রীরা তাদের যাত্রা সম্পর্কিত তথ্য সহজে পেতে পারবেন।

এবারের হজযাত্রীদের পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স সমানভাবে ৫০ শতাংশ যাত্রী বহন করবে (৪৩ হাজার ৫৫০ জন করে)। ফ্লাইন্যাস এয়ারলাইন্সও ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে। ফ্লাইট শিডিউল অনুযায়ী, ২০ শতাংশ হজযাত্রী মদিনায় ও ৮০ শতাংশ মক্কায় পৌঁছাবেন।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর