Logo

জাতীয়

আবদুল হামিদকে পালাতে সহায়তাকারীদের শাস্তি না দিলে পদত্যাগ করব : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৮:৪২

আবদুল হামিদকে পালাতে সহায়তাকারীদের শাস্তি না দিলে পদত্যাগ করব : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনতে না পারলে পদত্যাগ করব। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছেড়ে চলে যাওয়ার বিয়টি অপ্রত্যাশিত। যদি এর সঙ্গে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আইনের আওতায় আনা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, থানায় যারা তদবির করতে আসে তারা যেন থানায় ডুকতে না পারে। তদবিরবাজরা যদি দোষী হয় তাদের আইনের আওতায় আনাতে হবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। একজন নিরীহ লোক কোনো অবস্থাতেই যাতে হয়রানি না হয়। এ ছাড়াও দুর্নীতিবাজ বা দোষী মানুষ কোনো অবস্থায় শাস্তি থেকে রেহাই না পায়।

মতবিনিময় শেষে জাতীয় নাগরীক পার্টি এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পথ অবরুদ্ধ করে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সাবেক রাষ্ট্রপতি চলে যাওয়ার পেছনে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি ব্যবস্থা নিতে না পারি প্রয়োজনে আমি চলে যাব (পদত্যাগ করবো)।

আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে বাংলাদেশ গম ও ভুট্টা ইনষ্টিটিউট পরিদর্শনসহ মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল্লাহ্ মিয়ান, বরেন্দ্রে’র মহাপরিচালক মোজাফ্ফর হোসেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রমুখ।

এনএমএম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর