স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর আটকে ছাত্রজনতার বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:০১

ছবি : বাংলাদেশের খবর
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে ক্ষুব্ধ ছাত্রজনতা দিনাজপুর বিরল থেকে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর সড়কে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়িবহর আটক করে বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার (০৮ মে) সন্ধ্যায় জাহাঙ্গীর আলমকে বিমানবন্দরে আটকে রেখে বিক্ষোভ করেন ক্ষুব্ধ জনতা। তারা ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিচার চাই’—এমন নানা স্লোগানে আন্দোলন চালান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সাবেক রাষ্ট্রপতি কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান। প্রায় এক ঘণ্টা তোপের মুখে দাঁড়িয়ে থাকতে হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে তিনি নিজেও মর্মাহত। এ ঘটনা তার অজ্ঞাতসারে ঘটেছে। এটির সঙ্গে যারা জড়িত, ইতোমধ্যে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া একটি হাই-পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি আরও বলেন, অপরাধী যে-ই হোক, কেউ ছাড় পাবে না।
২৪ ঘণ্টার মধ্যে সৈয়দপুরের আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়ে তিনি বলেন, নইলে আপনারা (পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা) এখানে থাকতে পারবেন না।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যারা জড়িত ও সহায়তাকারী, তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে। ইতিমধ্যে তাদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।
তৈয়ব আলী সরকার/এমবি