একশটা ফেরাউনের চেয়েও বেশি ভয়ানক একটা হাসিনা : হাসনাত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৭:০২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
একশটা ফেরাউনের চেয়েও একটা হাসিনা বেশি ভয়ানক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৯ মে) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের উত্তর গেইটে তৈরি করা মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল বলা হয়? আমরা শুনতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সাথে বসার চেষ্টা করছেন। রাজনৈতিক দলগুলোর সাথে বসে তিনি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিবেন।’
তিনি বলেন, আওয়ামী লীগ কোনোভাবে রাজনৈতিক দল নয়। ১৯৭৪ সালে আওয়ামী লীগ বাকশাল তৈরি করে এ দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়াতন্ত্র করেছিল। আওয়ামী লীগের লুটপাটের কারণে দুর্ভিক্ষের কারণে ১৫ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের হাতে এ দেশের মানুষের রক্ত লেগে আছে। আওয়ামী লীগ ভারতের সহায়তায় দেশ প্রেমিক সেনা অফিসারকে হত্যা করেছিল। বিদেশিরা নাকি চায় ইনক্লুসিভ নির্বাচন চায়। আমি বলতে চাই ২০১৪ সালে যখন বিএনপি নির্বাচনে আসেনি তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এ ময়দান ছাড়ব না।’
এসআইবি/এমআই
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন