Logo

জাতীয়

দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে : হাসনাত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৭:৩৪

দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

শুক্রবার (৯ মে) বিকেলে সাড়ে ৫টায় তিনি তার ফেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন।

তিনি লেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার দাবি। ছাত্র জনতা এবার শাহবাগ অবস্থান নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

এর আগে, বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। রাত পেরিয়ে শুক্রবার সকালে এবং এখনো এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। 

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার বাদ জুমা মিন্টু রোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ঘোষণা দেন। এ বিক্ষোভ সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

ডিআর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর