Logo

জাতীয়

যুদ্ধ-উত্তেজনার মাঝেই পাকিস্তানে ভূমিকম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৫, ১৩:২৮

যুদ্ধ-উত্তেজনার মাঝেই পাকিস্তানে ভূমিকম্প

ভারতের সঙ্গে যুদ্ধ-উত্তেজনার মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শনিবার (১০ মে) সকাল ১০টা ৮ মিনিটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। পাক আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) এ তথ্য নিশ্চিত করেছে।

পিএমডি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩০ কিলোমিটার গভীরে হিন্দুকুশ পার্বত্য এলাকায়।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় বিভিন্ন এলাকায় আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষ।

ভৌগোলিক দিক থেকে পাকিস্তান ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে প্রায়শই ভূকম্পনের ঝুঁকিতে থাকে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, দুটি প্লেটের অতি সামান্য সরণেই এ ধরনের ভূমিকম্প হতে পারে।

এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৪০০ মানুষের প্রাণহানি হয়েছিল।

পাক-ভারত চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভূমিকম্পটি নতুন করে জনমনে উদ্বেগ বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: জিও নিউজ

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর