Logo

জাতীয়

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৫, ১৬:০২

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

পুরনো ছবি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। 

শনিবার (১০ মে) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র। 

তবে, ঠিক কী ইস্যুতে জরুরি বৈঠকটি বসছে তা জানা যায়নি। 

এবং একই সঙ্গে বৈঠকের সময় ও স্থানের বিষয়েও কোনো তথ্য এখনো গণমাধ্যমকে জানানো হয়নি। 

যদিও ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

এনএমএম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর